খেলা-ধুলা

নাটকীয় এক ডার্বিতে পয়েন্ট হারাল বার্সেলোনা

এস্পানিওলের সঙ্গে ২-২ গোলে ডার্বি ড্র করেছে বার্সেলোনা। বার্সেলোনার হয়ে দুটি গোলের একটি করেন সুয়ারেজ। অন্যটি আসে ভিদালের কাছ থেকে। এস্পানিওলের হয়ে প্রথম গোলটি করেন লোপেজ। ৮৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেন বদলি খেলোয়াড় উ লেই। 

মতামত দিন