ফেনী জেলা

পরশুরামের "দুর্যোগে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করুন" প্রশিক্ষণ অনুষ্ঠিত

পরশুরাম সংবাদদাতাঃ পরশুরামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে  দুর্যোগে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করন লক্ষ্যে  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

৮ জুলাই (মঙ্গলবার) সকাল ১০ টা থেকে স্থানীয় অফিসার্স ক্লাবে মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসচিব মোহাম্মদ আওলাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মাহবুব আলম। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাজিব আহমেদের সঞ্চালনায় ও সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালাঢয় উপস্থিত  ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলায় এল জি ই কর্মকর্তা এস এম শাহ আলম ভূঁইয়া,  উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারীন বাশার , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, পরশুরাম পৌরসভার প্রকৌশলী মোঃ আব্দুল আলিম, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার ইফতেখার হোসাইন, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান ও সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেহানা আক্তার,মির্জানগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সামছুল আলম, চিথলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালায় 'জাতীয় স্থানীয় পর্যায়ে দুর্যোগে ঝুঁকি ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভূমিকা ও জাতীয় জরুরি দুর্যোগ সমন্বয়' বিষয়াবলীসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মতামত দিন