বিনোদন

টাবুর কবিতা ও সৌন্দর্যে উজ্জ্বল আসর

হালকা শীতের আড়মোড়া ভেঙে গতকাল শুরু হয় ল্যাকমে ফ্যাশন শোয়ের চতুর্থ সকাল। শুরুতেই আলো ছড়ান বলিউড তারকারা। সোহা, এষা, তারা, আলায়ার আলোয় উজ্জ্বল ছিল গতকালের আসর।

‘ল্যাকমে ফ্যাশন উইক সামার/রিসোর্ট ২০২০’-এর চতুর্থ দিনের প্রথম আয়োজন ছিল মনীশ ছাবরার ‘দিল্লি ভিনটেজ কো’। তিনি নিয়ে আসেন খাদি সুতির ওপর সোনালি, রুপালি এবং আইভরির এমব্রয়ডারি করা পাশ্চাত্য পোশাক। প্রীতি জৈন ন্যানুটিয়ার ডিজাইন করা পোশাকে ‘পুল মডেল’ হিসেবে র‍্যাম্পে হাঁটেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তা। শাহীন মান্নানের ভ্রমণপোশাকে মঞ্চে হাঁটেন সোহা আলী খান। র‍্যাম্পে এই বলিউড অভিনেত্রীর কাঁধে ব্যাগের বদলে ছিল বই। সংবাদ সম্মেলনে সোহা জানান, ভ্রমণের সময় বই সবচেয়ে ভালো সঙ্গী।

মতামত দিন