বিনোদন

যাদের হাতে উঠল ফিল্মফেয়ার

গতকাল রাত বলিউডের জন্য একটা বিশেষ বড় তারার ঝলকময় রাত। সেরাতে বলিউডের রথী–মহারথীরা নামী ডিজাইনারদের দিয়ে ডিজাইন করা পোশাক পরে সুন্দর করে সেজে মিলিত হয়েছিলেন ৬৫তম ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে। আকাঙ্ক্ষিত কালো নারীকে (ফিল্মফেয়ারের ট্রফি) ভেবে ভেবে কতই না রাত পার করেছেন তাঁরা। অবশেষে কাদের হাতে ধরা দিল সেই কাঙ্ক্ষিত পুরস্কার, তা দেখে নেওয়া যাক একনজরে:

মতামত দিন