নামতে নামতে আর কত নিচে নামবেন ধোনি
নূর আহমেদ ও খলিল আহমেদের কপালটা খারাপ। এই সুযোগ আর পাবেন নাকি! মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ে আরেকটু পরে নামলেই তো গল্প করার সুযোগ পেতেন। পরবর্তী প্রজন্মের কাছে বলতে পারতেন—এক ম্যাচে ধোনির আগে ব্যাটিং করেছিলাম। বিশ্বাস না হলে স্কোরকার্ডটাও দেখিয়ে দিতেন। তখন বিশ্বাস না করে উপায় কী!
শেষ পর্যন্ত ব্যাট হাতে এই ‘অবিশ্বাস্য কীর্তি’ তাদের গড়তে দেননি ধোনি। নিজেই নেমে যান ৯ নম্বরে। ব্যাটিংটা যে এখনো পারেন, সেটির প্রমাণও রেখেছেন ২০তম ওভারে দুই ছক্কা মেরে। অবশ্য এই রান শুধু তাঁর কাজেই এসেছে। এই ইনিংসের সৌজন্যে আইপিএলে চেন্নাইয়ের সর্বোচ্চ রানের (৪৬৯৯) মালিক হয়েছেন ধোনি। ছাড়িয়ে গেছেন মি. আইপিএলখ্যাত সুরেশ রায়নার ৪৬৮৭ রান।
এই রেকর্ডে চেন্নাই–সমর্থকদের আক্ষেপ আরও বাড়ার কথা। ব্যাট হাতে চেন্নাইয়ের সর্বোচ্চ রান করা ক্রিকেটার কেন ৯ নম্বরে ব্যাটিংয়ে আসবেন? কাল ধোনি যখন উইকেটে আসেন তখন রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে চেন্নাইয়ের দরকার ছিল ২৮ বলে ৯৮। মানে খেলা তখন শেষ! ধোনি তখন কী করবেন!হ্যাঁ, এই ধোনি আর সেই ধোনি নেই। তিন-চার নম্বরে নেমে বড় ইনিংস খেলে দলকে জেতাবেন ৪৩ বছর বয়সে সেই ফিটনেস হয়তো তাঁর নেই। এখন তিনি খেলেন নিজেকে একটা ছকে বেঁধে। তবে দলের প্রয়োজনে কি কখনো সেই ছকটা তিনি ভাঙবেন না?
হয়তো না। ভাঙলে তো কালকে তাঁর আগে রবিচন্দ্রন অশ্বিন নামতেন না! অন্তত যখন ওভারপ্রতি ১৪-১৫ রান প্রয়োজন। আসলে ধোনির এমন রূপ কয়েক মৌসুম ধরেই দেখা যাচ্ছে। গত মৌসুমে ১১ ইনিংসে মাত্র ৭৩ বল ব্যাটিং করেছিলেন ধোনি। সেবারও এক ম্যাচে ৯ নম্বরে ব্যাটিং করেন। আর কাল ৯ নম্বরে ব্যাটিং করলেন আইপিএল ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো।
মতামত দিন