ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু হলো ফুলগাজীতে

ফেনীর ফুলগাজী উপজেলায় চালু হয়েছে একটি নতুন ভূমিসেবা সহায়তা কেন্দ্র।
এই সেবা কেন্দ্রটি স্থাপন করেছে আবাবিল কম্পিউটার, ফুলগাজী। আজ (৬-৮-২০২৫ইং) আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করেন জনাব রোমেন শর্মা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), ফেনী জেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এখানে যে সেবা গুলো পাওয়া যাবে:
-নামজারি আবেদন ও সংশোধন
-খতিয়ান ও পর্চা উত্তোলন
-মিউটেশন খতিয়ান ও খতিয়ান যাচাই
-জমির ম্যাপ/নক্সা সংগ্রহ
-অনলাইন ভূমিসেবা সংক্রান্ত পরামর্শ
-ভূমি উন্নয়ন কর পরিশোধে সহায়তা
এই সেবা কেন্দ্রের মাধ্যমে সাধারণ জনগণ এখন সহজে ও দ্রুত সময়ে ভূমি সংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে পারবে।
এ উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতামত দিন