আদালতের নির্দেশ অমান্য করে পরশুরামে চলাচলের রাস্তায় ঘর নির্মাণ
পরশুরাম প্রতিনিধিঃ পরশুরামে আদালতের আদেশ অমান্য করে চলাচলের একমাত্র রাস্তায় ঘর নির্মাণ করে পথ বন্ধ করে দিয়েছেন এক প্রতিবেশি। ঘটনাটি ঘটেছে পৌরসভার অনন্তপুরে। পান্না আক্তার (৫০) নামের এক নারী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিবেশির নিজ মালিকীয় চলাচলের রাস্তার উপর ঘর নির্মাণ করায় প্রতিবেশি যাতায়াতে দুর্ভোগ পড়েছেন।
জানা যায়, পরশুরাম পৌরসভার অনন্তপুর গ্রামের আব্দুস সাত্তার ২০ বছর আগে দশমিক ৩৭ শতক জায়গা ক্রয় করেন। যেটি অনন্তপুর মৌজার বিএস ১৬৫০ খতিয়ান ও বিএস ৩০০৪ দাগে রয়েছে। জমিটি আব্দুস সাত্তারের নিজ নামে খারিজ করাও হয়েছে। বাড়ি থেকে চলাচলের জন্য ক্রয়কৃত ভূমিতে রাস্তা তৈরি করেন। কিন্তু প্রতিবেশি পান্না আক্তার জোর করে আবদুস সাত্তারের চলাচলের রাস্তাটি বন্ধ করে সেখানে ঘর নির্মাণ করেছেন। প্রতিকার পেতে ভূক্তভোগি আব্দুস সাত্তার বাদি হয়ে গত বছরের ২৫ নভেম্বর ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পান্না আক্তার(৫০) তার ছেলে আবু তালহা(২৫) , মোহাম্মদ সৈকত (২২) ও পান্না আক্তারের মেয়ে সুমাইয়া (২১) কে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৫৮৬/২০২৪। মামলা করার পরও বিবাদী জোর করে বাদীর ক্রয়কৃত ভূমি ও চলাচলকৃত রাস্তাতে জোর পূর্বক ঘর নির্মাণ করে রাস্তা বন্ধ করে দেয়।
আদালত এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) কে আগামী ২৬ জানুয়ারির মধ্যে সরজমিনে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। আদালতের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের আগে বিবাদী পান্না আক্তার বিরোধপূর্ণ জায়গায় কিভাবে ঘর নির্মাণ করেছেন, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
আদালত কর্তৃক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)কে নির্দেশনা দেয়া হলেও বিবাদী পান্না আক্তার জোরপূর্বক দেয়াল নির্মাণের সময় পরশুরাম মডেল থানা পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে দাবি করেন মামলার বাদী আব্দুস সাত্তার। আব্দুস সাত্তার বলেন, আমি সাধারণ মানুষ। আমার প্রতিপক্ষরা পেশী শক্তি এবং টাকার প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে আমার পথের জায়গায় পাকা ঘর তৈরী করেছে। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি। তারা আদালতকে অবজ্ঞা করে রাস্তা বন্ধ করে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে ।
এ বিষয়ে বিবাদী পান্না আক্তারের সাথে সাংবাদিক পরিচয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
মামলার স্বাক্ষী এনামুল কাউছার বলেন, এই জায়গা নিয়ে অনেক আগে থেকে ঝামেলা চলছে। পান্না আক্তার জোরর্পূবক আব্দুর সাত্তারের ক্রয়কৃত জায়গা ও চলাচলের একমাত্র রাস্তা অন্যায় ভাবে দখল করে দেয়াল নির্মাণ করেছেন।
পরশুরাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, মামলার বিবাদী দীর্ঘদিনের পুরনো একটি রাস্তা বন্ধ করে বাউন্ডারি করে দেয়। পুলিশ কয়েকবার সেখানে গেছে, কিন্তু বিবাদী আদালতের নির্দেশ শুনছেন না।
মতামত দিন