ফেনী জেলা

খন্ডল স্কুলে ইউএনও’র উদ্যোগে ‘ড্রিমাস ডেন’ লাইব্রেরি চালু

স্কুলে নানা ধরণের বইয়ে সাজানো একটি লাইব্রেরি। উৎসুক শিক্ষার্থীরা নতুন মলাটের বইগুলো মেলে দেখছে তাঁদের আগামীর স্বপ্ন। শিক্ষার্থীদের বইমুখী করতে পরশুরামের খন্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে ইউএনও আরিফুর রহমান ড্রিমাস ডেন নামে আধুনিক একটি লাইব্রেরি চালু করেছেন। 
সোমবার (১৩ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের হলরুমে ‘ড্রিমাস ডেন’ লাইব্রেরির উদ্বোধন ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব) গোলাম মোঃ বাতেন। 
সহকারি শিক্ষক জুনায়েদ উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওয়াাহিদ মোঃ সালেহ, উপজেলা আইসিটি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোঃ ইমরান হোসেন। স্বাগত বক্তব্য রাখেন খন্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, মোহনা টিভির প্রতিনিধি নিজাম উদ্দিন মজুমদার সজিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক আব্দুল কাদের মিনার , নাহিদ রাব্বি,আবদুল হাকিম জয় প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্কুলের একটি কক্ষে ‘ড্রিমাস ডেন’ লাইব্রেরির উদ্বোধন করেন প্রধান অতিথি। তিনি বলেন,ইউএনও উদ্যোগ নিয়ে ছাত্রছাত্রীদের জন্য লাইব্রেরি চালু করেছেন।পাঠ্যবইয়ের বাইরের জ্ঞানার্জনে এই লাইব্রেরি সহায়ক ভূমিকা রাখবে। ইএনও বলেন, শিক্ষার্থীদেরকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে লাইব্রেরিটি চালু করা হয়েছে। একাডেমিক বইয়ের বাইরে গল্প,ইতিহাস,বিজ্ঞান,এশিয়া বিষয়ক ১১ ধরনের ৫শ বই নিয়ে লাইব্রেরিটি যাত্রা শুরু করেছে।   
দশম শ্রেণির ছাত্রী মৈত্রী বলেন, একটি ভালো লাইব্রেরি জ্ঞানের পিপাসা মিটাতে পারে। আমরা এই লাইব্রেরির মাধ্যমে বাইরের জ্ঞান অর্জন করতে পারব।

মতামত দিন