পরশুরামে ছাত্রশিবিরের ইফতারে নেতাকর্মীদের মিলনমেলা
পরশুরাম প্রতিনিধি: পরশুরামে সাবেক দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ছাত্রশিবির। ইফতার মাহফিল সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।শনিবার(২৯ মার্চ) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিকাল থেকে কমিউনিটি সেন্টারের দুইটি হল নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিমকোট বারের সাবেক সহ সভাপতি এডভোকেট ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য এডভোকেট এসএম কামাল উদ্দিন, ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, জেলা মজলিশে শুরার সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা শিবির সভাপতি আবু হানিফ হেলাল, ফেনী জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট এমদাদ হোসাইন, উপজেলা জামায়াতের আমীর আবদুল হালিম, উপজেলা শিবিরের সাবেক সভাপতি ওবায়দুর রহমান,কফিল উদ্দিন মাহমুদ,শাহিদুল আবছার প্রমুখ।
ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সাবেক শিবির নেতা মেহেদী হাসান সবুজ, আবদুল আজিজ রুবেল, মাসুদ রানা, জামশেদ চৌধুরী ও শাকিব আজিজের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলে সাবেক ও বর্তমান ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মতামত দিন