পরশুরামে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিশ ও ইফতার মাহফিল
পরশুরাম প্রতিনিধিঃ পরশুরামে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে প্রশিক্ষণ মজলিশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৯ মার্চ) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন। প্রশিক্ষণ মজলিশে দরছে কোরআন পেশ করেন ফেনী জেলা সহ-সভাপতি মাওলানা নাজমুল আলম।
বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম ফারুকী ও সহ সাংগঠনিক সম্পাদক মাও আবু তাহের ভূঁইয়ার সঞ্চালনায় ইফতার ও রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনায় অংশ নেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ জোনায়েদ, ফেনী জেলা জামায়াত ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা নুর মোহাম্মদ, পরশুরাম উপজেলা জামায়াতে ইসলামীর মাওলানা আবদুল হালিম,ইসলামি আন্দোলনের পরশুরাম উপজেলা সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মুফতি জামাল উদ্দিন, মির্জানগর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো শাহজালাল প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিশের পরশুরাম উপজেলা শাখার উপদেষ্টা উপদেষ্টা মাওলানা মফিজুর রহমান।
মতামত দিন