পরশুরামে বিএনপি নেতা মজনুর ঈদ উপহার
পরশুরাম-ফুলগাজী প্রতিনিধি: পরশুরামের মির্জানগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।শুক্রবার(২৮ মার্চ) বিকালে মির্জানগর তৌহিদ একাডেমী মিলনায়তনে ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকদলের সাবেক সহ-সভাপতি সাহেদ আমান চৌধুরী।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খোন্দকারের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী করিম, জাহাঙ্গীর সরকার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীমুল হক চৌধুরী, মনির হোসেন মিন্টু, সামীম ভূইয়া সুমন প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি নেতা মজনুর পক্ষ থেকে ইউনিয়নের ৫ শতাধিক নারী পুরুষের হাতে কাপড় ও পান্জাবি তুলে দেয়া হয়।
মতামত দিন